ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রতিবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঁচ লাখ ডলার অনুদান দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ বছর থেকে বাফুফেকে বাড়তি আরও আড়াই লাখ ডলার করে দেবে এএফসি। যা ২০২৫-২৮ সাল পর্যন্ত পাবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ১২ এপ্রিল মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে এ সিদ্ধান্ত হয়। 

কংগ্রেসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি অংশ নেন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। কংগ্রেস থেকে ফিরে সহ-সভাপতি ওয়াহিদ বলেন, ‘আমাদের নিয়মিত অনুদানের পাশাপাশি এএফসি আরও বছরে আড়াই লাখ ডলার দেবে, যা স্টেডিয়াম সংস্কার বা অবকাঠামো খাতে ব্যয় করা যাবে।’ 

সাধারণ সম্পাদকের কথা, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই লাখের পরিবর্তে আড়াই লাখ ডলার করে প্রতিবছর এএফসি এই খাতে ব্যয় করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ফুটবলের অবকাঠামো সংক্রান্ত বিষয়ে এ অর্থ ব্যবহার করব।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

২৫ অতিরিক্ত বিচারকের শপথ পড়ালেন প্রধান বিচারপতি

ডাকসু নির্বাচন: রিটার্নিং অফিসারের সাথে বেয়াদবি করলে বহিষ্কার

কারাগার হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

বিচারক শ্বশুরকে নিয়ে যা জানালেন সারজিস