ভিডিও শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রতিবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঁচ লাখ ডলার অনুদান দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ বছর থেকে বাফুফেকে বাড়তি আরও আড়াই লাখ ডলার করে দেবে এএফসি। যা ২০২৫-২৮ সাল পর্যন্ত পাবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ১২ এপ্রিল মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে এ সিদ্ধান্ত হয়। 

কংগ্রেসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি অংশ নেন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। কংগ্রেস থেকে ফিরে সহ-সভাপতি ওয়াহিদ বলেন, ‘আমাদের নিয়মিত অনুদানের পাশাপাশি এএফসি আরও বছরে আড়াই লাখ ডলার দেবে, যা স্টেডিয়াম সংস্কার বা অবকাঠামো খাতে ব্যয় করা যাবে।’ 

সাধারণ সম্পাদকের কথা, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই লাখের পরিবর্তে আড়াই লাখ ডলার করে প্রতিবছর এএফসি এই খাতে ব্যয় করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ফুটবলের অবকাঠামো সংক্রান্ত বিষয়ে এ অর্থ ব্যবহার করব।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে জনতার হামলায় ইজারাদারসহ আহত ৪: প্রাইভেট কার ভাংচুর

আইনি নোটিশ নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

চলতি বছর ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

নওগাঁয় সারি সারি তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আরিফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত