ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:০৯ দুপুর

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মারাত্মক ফাউল করার শাস্তি হিসেবে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল কিলিয়ান এমবাপ্পে র। সেই শাস্তি গতকাল এক ম্যাচের হয়েছে। এতে লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচে স্কোয়াডের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। লস ব্ল্যাঙ্কোসদের পরে ম্যাচ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। গতকাল রাতে শাস্তির কথা নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ কঠিন চ্যালেঞ্জে খেলতে নামার আগে নিশ্চয়ই এই সংবাদ স্বস্তির।

গত রবিবার আলভাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বাজে ফাউলটা করেন এমবাপ্পে। ম্যাচের ৩৮ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যান্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে ভয়ংকরভাবে ট্যাকল করেন ফ্রান্সের ফরোয়ার্ড। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ফাউলটা যে বিপজ্জনক ছিল তা দ্বিধাহীনভাবে মেনে নিয়েছিলেন রিয়ালের ডাগআউটে দাঁড়ান সেদিনের প্রধান কোচ দাভিদ আনচেলত্তি। কার্ড নিষেধাজ্ঞার কারণে সেদিন ডাগআউটে থাকতে পারেননি কার্লো আনচেলত্তির। পরিবর্তে দায়িত্ব পালন করেছেন রিয়ালের সহকারী ও তার ছেলে দাভিদ। এমন ফাউল করার পর এমবাপ্পে ক্ষমা চেয়েছেন বলেও রিয়ালের সহকারী কোচ জানিয়েছিলেন।

আরও পড়ুন

ক্ষমা করে দিয়েছেন ব্ল্যাঙ্কোও। আলাভেসের মিডফিল্ডার বলেছেন, ‘সত্যি বলতে ফাউলটা মারত্মক ছিল। তবে ফুটবলে এমনটা ঘটে। গুরুত্বপূর্ণ হয়েছে বুঝতে পেরে কিলিয়ান ক্ষমা চেয়েছে। এটা নিয়ে আর বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

জকসু নির্বাচনে ছাত্রদল-ছাত্রশিবিরের ভিপি প্রার্থীর মধ্যে ব্যবধান ৬ ভোট

ভারতে চুরি করতে গিয়ে একজস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর 

আজ জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি