ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:২৫ দুপুর

ঢাকায় মার্কিন দুই মন্ত্রী

ঢাকায় মার্কিন দুই মন্ত্রী, ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেন। তাদের বৈঠকে বসার কথা রয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজ বুধবার (১৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় পৌঁছান।

প্রথমে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। নিকোল চুলিক ছাড়াও মার্কিন প্রতিনিধি দলে থাকবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এবং সচিবপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

বগুড়ার কাহালুতে ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া ট্রাক নাটোরে উদ্ধার, গ্রেফতার ৪

পটুয়াখালী দশমিনায় হরিণের মাংসসহ আটক ১

বগুড়ায় দু্ইটি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ায় ‘হানি ট্র্যাপে’ ফেলে হাতিয়ে নেয়া হচ্ছে টাকা, শিবগঞ্জে নারীসহ গ্রেফতার ৪

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ