ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে

বগুড়ার সোনাতলায় বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে মুসলিমা আকতার তাসলিমা। উপজেলার হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী সে। সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দরিহাঁসরাজ গ্রামে তার বাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থীর বাবা মোস্তাফিজার রহমান মোস্তা গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। স্থানীয় লোকজন তাকে ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাবার লাশ বাড়িতে রেখেই তাসলিমা পরীক্ষা দিতে যায়।

সে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১২নং কক্ষে পরীক্ষায় অংশ নেয়। পরে দুপুর ১২টার দিকে তার বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ওই শিক্ষার্থীর বাবার মৃত্যুর খবর শুনে আমরা মর্মাহত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমি মুসলিমার বাড়িতে যাই।

আরও পড়ুন

সকল খোঁজখবর নিয়ে তাসলিমা মানসিকভাবে যেন ভেঙে না পড়ে সান্ত্বনা দিতে পরীক্ষার হলে যাই এবং তাকে সান্ত্বনা দিয়ে মনে সাহস জুগিয়ে পরীক্ষায় অংশ নিতে বলি।  এ বিষয়ে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর বাবার মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। পরীক্ষা কক্ষে যেন ও ভেঙে না পড়ে, সেদিকে সার্বক্ষণিক নজর ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামানিক বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত হয়েছি। তাসলিমা সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি।  মেয়েটি যেন সবক’টি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালো ফলাফল করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজখবর রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীসহ আটক ৭

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার