ছেলে জয়ের সাথে নববর্ষ উদযাপন করলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় ব্যস্ততা না থাকলেও নানা উৎসবে তিনি অংশ নেন মডেলিংসহ ফটোশুটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন অপু।
এবার ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে নববর্ষ উদযাপন করলেন অপু বিশ্বাস। নিজের পেজে দুইটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, নববর্ষের সাজে ছেলের সঙ্গে ফটোশুট করেছেন এ অভিনেত্রী। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ-শুভ নববর্ষ ১৪৩২।’
প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি শোভাযাত্রায় সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1764255727.jpg)
_medium_1764255412.jpg)
_medium_1764254514.jpg)
_medium_1764242050.jpg)


_medium_1764256619.jpg)