ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:১৯ দুপুর

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ দেড় ঘণ্টা পর স্বাভাবিক

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ দেড় ঘণ্টা পর স্বাভাবিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (১৪ এপ্রিল) ১০টা ২০ মিনিটের দিকে যশোর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বিকল্প পথে খুলনা-যশোর থেকে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় রেলগেট ক্রসিং এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি ট্র্যাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনজু গ্রেফতার

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি করা বাউলদের ওপর হামলা

দুই দিনে ম্যাচ জিতে ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

নাটোরের সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী