বগুডার শিবগঞ্জে প্রাইমারি স্কুলের পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা

মোকামতলা (বগুডা) প্রতিনিধি : বগুডার শিবগঞ্জে বিষ্ণুপুর শাহার বাজার নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস ও ক্লাশ রুমের পাকা ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয় গত তিন মাস আগে। ওই পরিত্যাক্ত ভবনেই ঝুকি নিয়ে পাঠদান চলছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশংকা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলার দেউলি ইউনিয়নের শাহার বাজার নামক স্থানে স্কুলটি স্থাপিত হয় গত ১৯৭৩ সালে।
জানা যায় স্কুলটির ৩৩ শতক জমির উপর এলজি ই ডি বাস্তবায়নে এক তলা পাকা ভবনটি নির্মাণ করা হয় গত ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে। ভবনটিতে অফিস রুম একটি ও ক্লাশ রুম তিনটি। স্কুলটিতে বর্তমান ৫ জন শিক্ষক ৮৩ জন শিক্ষার্থী। সরজমিনে দেখা যায় ভবনটির ছাদ ধসে প্লাল্টার খুলে রড বের হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান ক্লাশ চলাকালীন ভবন থেকে ছোট বড় প্লাষ্টার খসে শিক্ষার্থীদের মাথায় পড়ে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম জানান গত ৩০ বছর আগে নির্মাণ করা এই ভবনটির অবস্থা এমন হয়েছে। এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহারে অযোগ্য ও পরিত্যাক্ত ঘোষণা করেন গত তিন মাস আগে। কিন্তু বিকল্প কোন রুম না থাকায় ঝুকি নিয়েই ওই ভবনেই ক্লাশ করানো হচ্ছে। তবে ঝুঁকি মুক্ত রাখতে অল্প কিছু দিনের মধ্যেই টিনের বেড়া দিয়ে ঘর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যাক্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। এবং ওই ভবনে পাঠদান না করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হযেছে বলে তিনি জানানা।
মন্তব্য করুন