ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

গাজার আরও একটি হাসপাতাল গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজার আরও একটি হাসপাতাল গুঁড়িয়ে দিলো ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজার মধ্যাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার বাহিনী। এর আগে বেনামি বার্তায় হামলার আগাম তথ্য জানিয়ে হাসপাতাল ভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) রাত এবং রোববার (১৩ এপ্রিল) ভোরে হাসপাতালসহ বিভিন্ন এলাকা ও স্থাপনায় ব্যাপক হামলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একাধিক হামলায় দিগ্বিদিক ছুটতে থাকেন ফিলিস্তিনিরা। এর আগে, নুসাইরাত এলাকার বেশ কয়েকটি এলাকা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এরপর দখলদার সেনাবাহিনী সেখানে হামলার জন্য কয়েকটি এলাকা চিহ্নিত করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

হামলার শিকার আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে একটি ভবনে আঘাত হানে। ফলে জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে যায়। এ ছাড়া অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়ে ফোন করেন। তিনি সবাইকে হাসপাতাল ছেড়ে যাওয়ার তাগিদ দেন। ফোনকলটি আমলে নিয়ে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা ভবন থেকে রোগীদের সরিয়ে নেন। গাজায় কাজ করা বেসামরিক জরুরি পরিষেবা সংস্থাগুলো এখনও কোনো হতাহতের খবর পায়নি।

আরও পড়ুন

সন্ত্রাসী গোষ্ঠীগুলো হাসপাতালসহ বিভিন্ন বেসামরিক স্থানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য বারবার অভিযোগ করেছে ইসরায়েল। তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে রেলক্রসিংয়ে অটোরিকশাকে আধা কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রেন

চবি ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার বিচারের নামে ‘চিরকুট'

কুমিল্লায় গাঁজা নিয়ে কারাবন্দিদের দেখতে যাওয়ায় দর্শনার্থী আটক

লেবাননে ইসরায়েলের দুই দফা বিমান হামলা

ফিফা’র নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস