ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ

বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ, ছবি: সংগৃহীত।

বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশের বৈধতা  চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রোববার (১৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মেঘনা আলমের বাবার পক্ষে ব্যারিস্টার সারা হোসেন এ রিট দায়ের করেছেন। গত ১০ এপ্রিল অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন আদালত। গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে আদালত বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

আদেশে উল্লেখ করা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আটকাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এর আগে, ফেসবুক লাইভে থাকার সময় মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।লাইভটি প্রায় ১২ মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময়ে সেটি ডিলিটও হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার

ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ হারালো কিশোর মাহফুজুর

সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর

গানে গানে এ মিজানের গণহত্যার প্রতিবাদ

ঢাবিতে ভর্তিচ্ছু চার অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহীন

দিনাজপুরের নবাবগঞ্জে নকলে সহযোগিতা মামলার আসামি গ্রেফতার