ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

ঢাকার মঞ্চ মাতানো হলো না পাকিস্তানি শিল্পীর, আয়োজক লাপাত্তা

ঢাকার মঞ্চ মাতানো হলো না পাকিস্তানি শিল্পীর, আয়োজক লাপাত্তা,

বিনোদনডেস্ক:  সদ্যই ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কিন্তু শেষে এসে ঢাকার মঞ্চ আর মাতানো হলো না এই শিল্পীর। কারণ, কনসার্ট স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।কনসার্ট শুরু হওয়ার তখনও ঘণ্টা খানিক সময় বাকি। ‘রিস্তা পুরানা’ খ্যাত সেই গায়ক মুস্তাফা জাহিদকে শোনার অপেক্ষায় শ্রোতারা। এমন সময় আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দশানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।

পরে জানা যায়, এ ঘোষণা দেওয়ার সঙ্গেই আর খোঁজ মেলেনি তাদের। অর্থাৎ, শ্রোতাদের একাংশ আয়োজকদের আর নাগালের মাঝে আনতে পারেনি। হটলাইনে কল দিয়েও পাওয়া যায়নি সাড়া- এমনই অভিযোগ। এছাড়াও কনসার্ট স্থগিতের ঘোষণার পর কিছু শ্রোতাদের মাথায় হাত পড়ে! বিশেষ করে যারা টাকা খরচ করে টিকিট বুক করে রেখেছিলেন। তারা সামাজিক মাধ্যমে আয়োজকদের ওপর আঙ্গুল তোলেন, সেই টিকিটের টাকা ফেরত চাওয়ারও দাবি ওঠান। 

এর আগেও নাকি এমন কয়েকটি কনসার্ট স্থগিতের অভিযোগ রয়েছে আয়োজকদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে তা মন্তব্য করেন অনেক শ্রোতারাই।এদিকে ঢাকার শিল্পীরা জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও। এ নিয়ে ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস একটি গণমাধ্যমে বলেন, ‘এবার কনসার্ট স্থগিতের সময় আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’

আরও পড়ুন

জানা গেছে, তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা।  শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আয়োজকেরা যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু অর্থ পরিশোধ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন