ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোটলা ইয়াবা : নারীসহ গ্রেফতার ৩, বিপাকে  ডিবি

বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোটলা ইয়াবা : নারীসহ গ্রেফতার ৩, বিপাকে  ডিবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলম নামে এক মাদক কারবারি পেটের ভেতর ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা লুকিয়ে নিয়েও পার পায়নি। ডিবি পুলিশের হাতে সে ধরাও পড়েছে। সেইসাথে গ্রেফতার করা হয়েছে নারীসহ তার আরও ২ সহযোগী। কিন্তু তাকে গ্রেফতার করে বিপাকেও পড়েছে ডিবি। তাকে ক্লিনিকে নিয়ে চিকিৎসকের সহযোগিতায় গত ১১ ঘন্টায় উদ্ধার করা হয়েছে ১৭ পোটলা ইয়াবা।

প্রতিটি পোটলায় আছে ৫০টি করে ইয়াবা। রাত সাড়ে ৯ টা পর্যন্ত তার পেট থেকে উদ্ধার করা হয়েছে পোটলায় থাকা ৮৫০ পিস ইয়াবা। সে স্বীকার করেছে তার পেটের ভেতর মোট ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা রয়েছে। বাকি ইয়াবা উদ্ধারে চেষ্টা চলছে।

বগুড়া জেলা ডিবি’র ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার বলেন, গতকাল শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকা থেকে আলমসহ তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার হওয়া   আলম (৪০) জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মোঃ সামাদের ছেলে। এছাড়া আটক তার দুই সহযোগী হলো, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার ভাড়াটিয়া মোঃ আপেল (৩৫) ও তার স্ত্রী স্মৃতি বেগম (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে আলম ও তার ওই দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় ডিবি’র জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে যে তার পেটে ভিতরে ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা আছে। পাতলা পলিথিনে ৫০টি করে ইয়াবা তুলে কসটেপ দিয়ে পেঁচিয়ে কলার মধ্যে লুকিয়ে গিলে খেয়ে ফেলেছে। এভাবে সে ৩৪টি ছোট ছোট পোটলায় ১৭শ’ পিস ইয়াবা গিলে খেয়েছে।

আরও পড়ুন

সে মাদক কারবারির বাড়িতে যেতে পারলে ওষুধ খেয়ে পায়খানা করে পোটলাগুলা বের করে ইয়াবা বিক্রি করতো। কিন্তু তার আগেই ডিবির হাতে সে ধরা পড়ে।  ডিবি ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার আরও বলেন, তাকে নিয়ে তারা বিপাকে পড়েছে। তাকে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে শহরের শামসুন্নাহার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকের সহযোগিতায় গতরাত সাড়ে ৯ টা পর্যন্ত ১১ ঘন্টায় ১৭ পোটলা ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাকি ইয়াবা উদ্ধারে চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এভাবে পোটলায় ইয়াবা খেয়ে পেটে রাখা এবং বের করাও ঝুঁকিপূর্ণ। যে কোন সময় তার বিপদ হেেত পারে। এনিয়ে ডিবি চিন্তিত। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোটলাগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব | Daily Karatoa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন