ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ১ নং বুলাকিপুর ইউপি’র সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জন প্রতিনিধি ৩ নং ওয়ার্ডের সদস্য মিলন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেন (৬৫) জমিতে কাজ শেষ করে বাইসাইকেল যোগে সোনামুখী বাজার নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবুল হোসেন উপজেলার উদয়ধুল গ্রামের মৃত মহসিন আলীর পুত্র। বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, মৃতের আত্মীয় স্বজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দ্রুত বাসটি শনাক্তের চেষ্টা করছি। শনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ