নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটে এক যুবকের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে বিয়াঘাট গ্রামের এবং আহত নারী কুমারখালি গ্রামের বাসিন্দা। গুরুতর রক্তাক্ত অবস্থায় নারীকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় ওই নারী কুমারখালি মাঠের মধ্যে একটি পুকুরে হাঁসের খাবারের জন্য শামুক কুড়াতে যান। এসময় তাকে একা পেয়ে ওই যুবক কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে জাপটে ধরে ধর্ষণ চেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটের হাতে থাকা কাঁচি দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।
ওই নারী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশেই একটি বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যায়। তৎক্ষণাত স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই নারীর গলায়, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে বলেও জানায় স্থানীয়রা।
আরও পড়ুনএ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও থানায় আসেনি। মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন