ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

পয়লা বৈশাখের দিন আনন্দ শোভাযাত্রার সময় মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্ষবরণের শোভাযাত্রা চলার সময় সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশসে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

 

এদিকে, বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 

সংবাদ সম্মেলনে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ বলেন, চারুকলা অনুষদ শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা সাজানো হয়েছে। এবারের নববর্ষ ফ্যাসিবাদ-নিপীড়নের বিরুদ্ধে বার্তা দিবে। প্রতিটি মানুষকে মুক্তির বার্তা দেবে। 

আরও পড়ুন

চারুকলা অনুষদের ডিন বলেন, যখন শোভাযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, তখন আনন্দ শোভাযাত্রা ছিল। সেখানেই ফিরতে চাই। কারণ এখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকবে।

আজাহারুল ইসলাম শেখ বলেন, কোনো চাপ নেই। মঙ্গলের ব্যানারে সর্বস্তরের মানুষের অংশ ছিল না। তাই পুরোনো নামটি পুনরুদ্ধার করা হয়েছে। মঙ্গল শব্দে কোনো আপত্তি নেই।

এরআগে গত ২৩ মার্চ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা। সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ নিয়ে মন্তব্য করেন। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬