ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ

সংগৃহিত,‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক : সিআইডি-এর মানে সাধারণদের কাছে ক্রিমিনালদের শত্রু হলেও ক্রাইম-থ্রিলার দর্শকমহলের ‘সিআইডি’-র পরিচয় অন্যকিছু। বুঝতে নিশ্চয়ই বাকি নেই, কোন ‘সিআইডি’-র কথা বলা হচ্ছে! ভারতের জনপ্রিয় এই ধারাবাহিকটির বিরুদ্ধে এবার এল চুরির অভিযোগ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, এক ইউটিউবারের ভিডিও নাকি চুরি করেছে ‘সিআইডি’। এক গ্রাফিতি শিল্পী ইনস্টাগ্রামে দাবি করেন, এই শো তার কিছু ইউটিউবের ভিডিও ব্যবহার করেছে।

গত সোমবার মুম্বাইয়ের সেই গ্রাফিতি শিল্পী এই কথার প্রমাণে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ‘সিআইডি’ শো-এ তার কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে; যা কপিরাইট আইন ভঙ্গ করেছে।

সেই শিল্পী লেখেন, ‘আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকে দেখেছি। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া ভালো বিষয়। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা, এলমার্ট সহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হল নিজেরা কোনো শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে। অবশ্য আমার বেশ মজা লেগেছে এতে।’

আরও পড়ুন

এরপরই নেটিজেনরা মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।' কেউ আবার মজা করে লেখেন, 'এরাই চোর, খুনি ধরা আর এরাই নাকি নিজেরা চুরি করছে কী কাণ্ড!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তাহলে ‘সিআইডি’ ও অপরাধ করে!'

কিছুদিন আগেই সনি টিভির পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘সিআইডি’-র এসিপি প্রদ্যুমন নাকি মারা গেছেন। অনেকেই ভাবেন যে শিবাজী সাতাম বুঝি মারা গেছেন। আসলে সেটা নয়। মৃত্যু হয়েছে চরিত্রটির। আর সেই কারণেই বর্তমানে চর্চায় আছে এই শো। আর তারই মাঝেই বিতর্কে নাম জড়াল এটির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দেশীয় ফল উৎসব

রূপগঞ্জে ভুয়া এসপি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

শেরপুরে বাসচাপায় সেনাসদস্যের মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ