ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার

মহাদেবপুর সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার, ছবি সংগৃহীত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর যুবলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে  বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতের অভিযোগে রয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

ভাঙ্গার পরিস্থিতি কিছুটা শান্ত, এখনো বন্ধ দুই মহাসড়ক

টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

আজ সকালের পর তিস্তার পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে