ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। একইসাথে এ মাদকে জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নিউ জুম্মাপাড়া এলাকার রহম আলী শেখের ছেলে আব্দুল কাইয়ুম (৪৮) ও খোকন শেখ (৪২)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের কড়াইপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে সাদুল্লাপুরের ‘শুভ টেলিকম’ নামক দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৪ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন

ক্যাম্পটির মিডিয়া সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রধান উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করলেন 

কাশ্মির সীমান্তে পাক-ভারত সেনাদের ভারী গুলিবর্ষণ

 ৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

আজ চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি 

বিএনপি নেতা আমান ও তার স্ত্রী’র সাজা বাতিল