ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলার আসামি ফেরদৌস সরকারকে (২৩) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে গত ৬ এপ্রিল রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে সালজার ব্যাপারী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ফেরদৌসকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামি একই ইউনিয়নের পার সোনাইডাঙ্গার আদর্শ গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। র‌্যাব তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আসামি গ্রেফতার এবং থানায় সোর্পদ করার বিষয়টি নিশ্চিত করে জানান তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে পূর্বে মারপিটের ঘটনায় মামলার জের ধরে গত ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে সালজার ব্যাপারীকে পতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এ অবস্থায় সালজারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস