বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে পাঁচজনকে গ্রেফতার করেছে।
তারা হলো-উপজেলার গোবিন্দপুর গ্রামের ফজলুর ছেলে আল আমিন, গোবিন্দপুরের খিহালী গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহাদত হোসেন, শ্রীপুর গ্রামের সোলাইমান আলীর ছেলে সুমন, সাজেদুল ইসলামের ছেলে সাগর আলী, চামরুল মাটাই গ্রামের গফুরের ছেলে তুজাম।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন