ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

গাজীপুরে বাটা শোরুম ও হোটেল ভাঙচুরেন ঘটনায় গ্রেপ্তার ৪

গাজীপুরে বাটা শোরুম ও হোটেল ভাঙচুরেন ঘটনায় গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক:    সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলের সময় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন,  সিয়াম খান (অনিক),  শিমুল আহাম্মেদ শাওন,  শাহীন ও  জয়নাল আবেদীন।

সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম বলেন, “গতকাল (সোমবার) দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েল বিরোধী মিছিল বের হয়। ওই  মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর,  লুটপাট চালায়।  খবর পেয়ে  থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” 

আরও পড়ুন

পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত সিয়াম, শিমুল আহমেদ, শাহীন ও জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়’

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছেই

‘উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার’

হিলি সীমান্তে ধান ক্ষেত ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার

সরকারি প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি : উপদেষ্টা আসিফ