দিনাজপুরের বিরামপুরে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সনাতন পরিবারের টাকা, সোনাসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টার বাড়ি সংলগ্ন মার্কেট ও ব্যাংক ভবন রক্ষা পেয়েছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছে।
জানা গেছে, মহাসড়ক সংলগ্ন ঢাকা মোড়ে রতন সাহার বাড়ি ও বাড়ির সামনে মার্কেট রয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে পরিবারের লোকজন দোকানে কর্মরত থাকা অবস্থায় বাড়িতে আগুন জ্বলে ওঠে। কোন কিছু বুঝে উঠার আগেই টিনসেড বাড়ি ভয়াবহ আগুনে পুড়তে থাকে।
তাৎক্ষণিকভাবে বিরামপুর ফায়ার সার্ভিসের ইউনিট এবং পরবর্তীতে নবাবগঞ্জ ও ফুলবাড়ি থেকে মোট তিনটি ইউনিট এসে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করে। এতে বাড়ির ৪টি ঘর ও মার্কেটের দু’টি দোকান ঘরের সব কিছু পুড়ে গেলেও সংলগ্ন মার্কেট ও ইসলামী ব্যাংক ভবন রক্ষা পেয়েছে।
আরও পড়ুনবাড়ির মালিক রতন সাহা বলেন, মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও বসতবাড়ির সর্বস্ব পুড়ে ভষ্ম হয়েছে। বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
এতে ৩০ লাখ টাকার ক্ষতি ও ৯০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটার সজল হোসেন গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে।
মন্তব্য করুন