ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাম্বলীরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ - সাবেক এমপি মোশারফ

সনাতন ধর্মাম্বলীরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ - সাবেক এমপি মোশারফ। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, সনাতন ধর্মাম্বলীরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ। আপনাদের গায়ে কেউ টোকাও দিতে পারবে না। আপনারা নির্ভয়ে ধর্মীয় আচার পালন করুন। বিএনপি আপনাদের পাশে আছে।

তিনি আজ শনিবার (৫ এপ্রিল) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবন পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, বিএনপি নেতা জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কোরবান আলীসহ নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বিএনপি নেতাকর্মীরা।

আরও পড়ুন

পরে প্রধান অতিথি মন্দির কমিটির সভাপতি সচিন্দ্র নাথ দাশের হাতে অর্থ তুলে দেন। এসময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র, ক্যাশিয়ার বাসুদেব চন্দ্রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি সচিন্দ্র নাথ জানান, এলাকার শান্তি ও মঙ্গল কামনায় এই হরিবাসরের আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার ভক্তদের সমাগম হয়েছে। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব : মার্কিন দূতকে সিইসি

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক