ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে যুবকের মৃত্যু নিয়ে চলছে জল্পনা-কল্পনা

কুড়িগ্রামের রাজারহাটে যুবকের মৃত্যু নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এক যুবকের মৃত্যু নিয়ে চলছে নানা জল্পনা -কল্পনা। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পুনকর চড়াইখেলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লীকবেগ বোতলারপাড় গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে আমান আলী (৩২) একই ইউনিয়নের পুনকর চড়াইখেলা এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করে।

ঘটনার দিন গত মঙ্গলবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে। এমনকি তাকে শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে। পরে স্ত্রীর সাথে অভিমান করে ঘরে রাখা জমিতে দেয়া কীপনাশক পান করে। খবর পেয়ে এলাকাবাসীরা তাকে দ্রুত রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হতে থাকে। বুধবার তাকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে।

গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আমান আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। এদিকে আমান আলীকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে বলে তার বাবা দাবি করে বৃহস্পতিবার রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

রাজারহাট থানার এসআই রেজানুল হক বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। রংপুরে ইউডি মামলা দায়ের হলে ওখানেই লাশের ময়না তদন্ত হবে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ