গাইবান্ধার সাদুল্লাপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়ায় শহীদুল ইসলাম সোনা নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত চাঁদা দিতে না পারায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে থানায় একটি মামলা দায়ের করেন সোনা মিয়া।
সম্প্রতি উপজেলার কামারপাড়া বাজারে শহীদুল ইসলাম সোনা ও তার ভাই শাহিন মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ভুক্তভোগী সোনা মিয়ার পকেট থেকে ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার মধ্যে হাটবামুনি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল ইসলাম সোনা দীর্ঘদিন ধরে কামারপাড়া বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছেন। এরই একপর্যায়ে সম্প্রতি পশ্চিম কেশালি ডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম বংকু, হারুন অর রশিদ মিয়া, পাপুল মিয়াসহ তাদের আরও অনেকে সোনা মিয়ার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এই চাঁদার টাকা দিতে না পারায় প্রায়ই হুমকি অব্যাহত রাখতেন। এরই একপর্যায়ে গত ২৫ জানুয়ারি তরিকুল ইসলাম বংকু তার দলবল নিয়ে সোনা মিয়ার ভাই শাহিন মিয়াকে বেধরক মারপিট করেন। এসময় শাহিন গুরুতর আহত হলে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা।
আরও পড়ুনএরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ রাতে সোনা মিয়া কামারপাড়া মাছহাটিতে অবস্থানকালে তরিকুল ইসলাম বংকু তার উল্লেখিত লোকজন নিয়ে আবারও সোনা মিয়ার কাছে চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না পারায় তাকে হত্যা উদ্দেশ্যে বেধরক মারধর করা হয়।
এসময় সোনা মিয়ার ভাই শাহিন মিয়া এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেছে হামলকারীরা। পরে গুরুতর আহত সোনা মিয়াকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম সোনা বাদি হয়ে একটি মামলা করেছেন। গত ৩ এপ্রিল এই মামলাটি দায়ের করা হয়।
মন্তব্য করুন