ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাতের কনুই পর্যন্ত কেটে নিল স্বামী

আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাতের কনুই পর্যন্ত কেটে নিল স্বামী

নিউজ ডেস্ক:  বরগুনার আমতলীতে হলুদিয়া দক্ষিণ টেপুরা গ্রামে পলি বেগম (৪৫) নামে এক নারীর হাত কুপিয়ে কেটে দিয়েছেন তার স্বামী সাইদ মৃধা (৫৫)। এসময় তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করা হয়। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দুইটায় পলি বেগমকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে দুপুরে হলুদিয়া দক্ষিণ টেপুরা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদ প্রায় পাঁচ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন এবং নেশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার বাকবিতণ্ডা হতো। শুক্রবার দুপুর বারোটার দিকে পলি রান্না করতে গেলে সাইদ তাকে রান্না করতে দিবে না বলে কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রেরণ করে।

আহত অবস্থায় পলি বেগম বলেন, “গতকালও আমাকে আমার স্বামী মারধর করেছে। আজ বাড়িতে এসে আমাকে গালমন্দ করলে আমি শুধু বলি তুমি কি নেশা করে এসেছ? এরপর সে আমাকে কোপানো শুরু করে। এসময় বাড়িতে আমার চাচাতো দেবররা ছিল, তারা বাধাও দিয়েছিল। কিন্তু সে কোন কিছু মানেনি।”

আরও পড়ুন

পলি বেগমের বোনের মেয়ে ফাতেমা বলেন, “আমার মেঝ খালু সাইদ নেশাগ্রস্ত। সে প্রায়ই আমার খালাকে মারধর করে। আমরা তাকে রিহাবে দিতে বলেছিলাম, কিন্তু তার ভাই বোনেরা কেউ শোনেনি। তুচ্ছ ঘটনা নিয়ে আজ আমার খালার হাত কেটে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।”

আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে সমর্থন দিয়ে যা বলল ইসরায়েল

আজ পিএসজি’র বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল

ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০ : এনডিটিভি

পাকিস্তানে নাহিদ-রিশাদের নিরাপত্তা চেয়েছে বিসিবি

ভারতের হামলায় কতটা ক্ষয়ক্ষতি হলো পাকিস্তানের

রেফারির সিদ্ধান্তে ম্লান বার্সার স্বপ্ন!