বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোটার : বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মিছিলে হামলা চালিয়ে মারপিটসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় হাজতি আসামি বগুড়া সদর উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনীর দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ১৭ জুলাই বেলা ৩টার দিকে বগুড়া শহরের সোনালী ব্যাংক থেকে কোর্টের সামনে রাস্তায় ঘোড়ার মোড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মিছিলে ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে মারপিটসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আহত করে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763051889.jpg)
_medium_1763051300.jpg)
_medium_1763049843.jpg)





_medium_1763046599.jpg)
