ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে বাড়িতে লুটতরাজের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে বাড়িতে লুটতরাজের অভিযোগ। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে একটি বাড়িতে লুটতরাজের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের মোগলা প্রামানিকের ছেলে সাজেদুল ইসলাম (৪০) গতকাল মঙ্গলবার সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গার্মেন্টসের চাকরিজীবী সাজেদুল ইসলাম  গত ২৮ মার্চ ঈদের ছুটিতে বাড়িতে এসে দেখেন তার বাড়ির সবকিছুই লুটপাট হয়ে গেছে। লুট হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে সিলিং ফ্যান, ২ টি স্টিলের বাক্স, গ্যাস সিলিন্ডারসহ চুলা, টিনের চালা, টেলিভিশন, ২ ড্রাম চাল, ডেসিং টেবিল, টি টেবিল, আলনা ওয়ার ড্রোবের ভেতরে থাকা যাবতীয় জিনিসপত্র।

আরও পড়ুন

যার আনুমানিক মুল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, একই গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে মাহফুজার মন্ডল (৫৫), মাহফুজারের ছেলে প্রান্ত মিয়া (৩০) এবং তার স্ত্রী স্বপ্না বেগম গত ২৪ মার্চ এ লুটতরাজ চালিয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ সম্পর্কে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড