ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মার্কেট ও বিপণি বিতানগুলোতে উপচেপড়া ভিড়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মার্কেট ও বিপণি বিতানগুলোতে উপচেপড়া ভিড়

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ মার্কেট। ঈদের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। পছন্দের জামা কাপড় কিনতে মার্কেট ও বিপনি বিতানগুলোতে তাই ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবারের দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাক।

কেউ নিজের আবার কেউ পরিবার পরিজনের জন্য পছন্দের নতুন জামাকাপড় কিনছেন। অনেকেই আবার স্বপরিবারে মার্কেটে এসেছেন ঈদ কেনাকাটায়। জামাকাপড় পাশাপাশি নতুন জুতা ও কসমেটিক কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের পছেন্দর কথা বিবেচনা করে দেশি-বিদেশি নানা ধরনের আধুনিক ও রুচিশীল পোশাকে সাজানো হয়েছে দোকান। তবে এবারের ঈদের দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের কাছে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের বেশ চাহিদা রয়েছে। ঈদে ভালো বেচা বিক্রির কথা জানিয়েছেন তারা।

রাজমতি সুপার মার্কেট, আহসান প্লাজা, নুরজাহান শপিং কমপ্লেক্স জাহানারা মার্কেট, পৌর সুপার মার্কেট, তালুকদার সুপার মাকেটসহ অন্যান্য মার্কেট ঘুরে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, গরমে আরামদায়ক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।

আরও পড়ুন

মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি। এ ছাড়াও দেশীয় পণ্যের পাশাপাশি ভারত এবং পাকিস্থানী জামা-কাপড় ওড়না শ্যালোয়ারের ব্যাপক চাহিদা রয়েছে। শহরের রাজমতি সুপার মাকেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, বলেন ক্রেতারা যাতে নির্বিঘ্নে ঈদের শপিং করতে পারে তার জন্য মাকের্ট ও বিপনিবিতান গুলোতে নিরাপত্তায় সর্বক্ষণিক টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে য়োগাযোগ রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এছাড়া ক্রেতা সাধারণ যাতে নিরাপদে এবং নিবিঘ্নে কেনাকাটা করতে পারে সে জন্য মার্কেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ