ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

অগ্রিম টিকিট বিক্রিতে ‘সিকান্দার’ ঝড়

অগ্রিম টিকিট বিক্রিতে ‘সিকান্দার’ ঝড়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম বুকিং শুরু হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই কোটি কোটি টাকার টিকিট বুকিং পেয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) থেকে শুরু হয় ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। টিকিট বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই এ সিনেমার হিন্দি ভাষার টু-ডি ভার্সনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা সংশ্লিষ্টরা আশা করছে, আগামী শুক্রবারের (২৮ মার্চ) মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে এ সিনেমার।

আরও পড়ুন

জানা যায়, ঈদের সিনেমা ‘সিকান্দার’-র সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। সেখানে ২১.৮৪ লাখ টিকিট বিক্রি হয়েছে অল্প সময়ের ব্যবধানে। দ্বিতীয়স্থানে রয়েছে মহারাষ্ট্র। 

সেখানে ২০.৩৯ লাখ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি। রোমান্স ও অ্যাকশন নির্ভর এ সিনেমায় প্রথমবার রাশমিকা মান্দানার সঙ্গে জুটি গড়েছেন বলিউড মেগাস্টার সালমান খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব