ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা। প্রতীকী ছবি

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর গ্রান্ড হোটেল মোড় ও পায়রা চত্ত্বর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত, একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে গ্রান্ড হোটেল মোড়স্থ হোটেল প্যালেসকে ৭ হাজার টাকা, স্বপ্ন সুপারশপকে এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির অপরাধে ৮ হাজার টাকা এবং পায়রা চত্ব¡র এলাকায় আল মদিনা শো-রুমকে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে ৫০ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

অপরদিকে, রংপুরে প্যাকেটসহ মিষ্টি ও দই পণ্য পরিমাপ করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিটি বাজার ভাঙা মসজিদ সংলগ্ন মেসার্স মুসলিম সুইটস অ্যান্ড দধি ভান্ডারে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন সাথে ছিলেন। বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম। অভিযানকালে এক ভোক্তাকে ৫শ’ গ্রাম মিষ্টিতে প্যাকেটের ওজন ৩০ গ্রামসহ পরিমাপ করে দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের সেলসম্যানকে বাঁধা দেন এবং সঠিক ওজন দিতে নির্দেশ দেন। একই সাথে আইন অনুযায়ী প্যাকেট/মোড়কের ওজন বাদ দিয়ে মিষ্টি ও দই পণ্য পরিমাপ করার জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন