ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
_original_1758359481.jpg)
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কামরুল হাসান সেলিম গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পরিষদের অন্যান্য সদস্যরা তার বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করেন।
তবে সম্প্রতি বিএনপি নেতা গোলাম ফারুক তানভীর ও মাহমুদুর রহমান কাওসারসহ কয়েকজন তাকে আবারও পরিষদে বসানোর উদ্যোগ নেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারা অটোরিকশাযোগে চেয়ারম্যান সেলিমকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা নলজুরী এলাকায় তাদের পথরোধ করে চেয়ারম্যানকে আটক করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে সংশ্লিষ্ট বিএনপি নেতারা সরে পড়েন।
আরও পড়ুনঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় লুঙ্গি পরিহিত অবস্থায় চেয়ারম্যান সেলিম একটি অটোরিকশায় বসে আছেন এবং স্থানীয়রা তাকে ঘিরে রেখেছেন।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের যাদের সহযোগিতায় বিএনপির কিছু নেতা কাজ করছেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
উল্লেখ্য, আটক চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই।
মন্তব্য করুন