ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভুট্টা ক্ষেতে নবজাতক কণ্যা শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। গতকাল মরিচ ক্ষেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে তিনি ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান।
উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। তবে নবজাতক ওই কন্যা শিশুটিকে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় ২০/২৫ জন মানুষ সেখানে ভীড় জমিয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, "শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1764260661.jpg)
_medium_1764260375.jpg)
_medium_1764259963.jpg)
_medium_1764259668.jpg)

_medium_1764249735.jpg)
