ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন হামাসের জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরায়েল

হাসপাতালে চিকিৎসাধীন হামাসের জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে হামাসের অর্থবিষয়ক প্রধান ইসমাইল বারহুম ও তার এক সহযোগী নিহত হন। 

হামাস’র এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে ইসরায়েলের চালানো হামলায় ইসমাইল নিহত হন। হামাসের একই কর্মকর্তা বলেছেন, চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল আহত হয়ে খান ইউনিসের হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন। 

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হামলায় চিকিৎসাকর্মীসহ অন্য অনেকে আহত হয়েছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। পরে হাসপাতালের ক্ষতিগ্রস্ত বিভাগটি খালি করে দেওয়া হয়েছে। বিবিসি’র যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিস্তৃত পরিসরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে কার্যক্রম চালানো একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে তারা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম, এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ