ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ। প্রতীকী ছবি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : ইসলামী ব্যাংক আক্কেলপুর শাখার এজেন্ট ব্যাংক থেকে ৫০ লাখের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৩ মার্চ) আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জামাল উদ্দীন তার একাউন্ট থেকে টাকা নিতে গেলে বিষয়টি নজরে পড়ে। তার আকাউন্টে কোন টাকা নেই। এভাবে বিষয়টি জানাজানি হওয়ার পর ওই ব্যাংকের আমানতকারীরা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের একাউন্টে কোন টাকা নেই।

আমানতকারী জামাল উদ্দীন বলেন, মাদ্রাসার নামে ২০ লাখ টাকা ফিক্সড করা আছে কিন্তু কোন টাকা নেই। তিনি বলেন, আমানতকারী ডিয়াই কাজীর আকাউন্ট থেকে ৪০ লাখ টাকা উধাও হয়েছে। আমানতকারীরা বলছেন, আত্মসাৎকৃত টাকার পরিমাণ এক কোটি টাকা হতে পারে। এছাড়াও আক্কেলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালামের একাউন্টে কোন টাকা নেই। এভাবে বিভিন্ন আমানতকারীর টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ শাখার ইনচার্জ রিওয়না ফারজানা সীমা বলেন, সকালে এসে আমি এ ঘটনা জানতে পারি। ওই ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা ছয় বছর আগে আক্কেলপুর ইসলামী ব্যাংকে এজেন্ট শাখায় যোগদান করেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে।

আরও পড়ুন

ওই ব্যাংকের পরিচালক রহমানিয়া ভ্যারাইটি স্টোরের জাহেদুল ইসলাম বলেন, টাকা আত্মসাৎতের বিষয়টি আমি জানি না। উপজেলা নির্বাহী আফিসার মনজুরল আলম আমাকে ফোনে জানালে আমি জানতে পারি। এছাড়া আমি আর কিছুই জানি না। এ সংবাদ লেখা পর্যন্ত ব্যাংকে পুলিশ প্রহরা আছে। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা আসলে সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ স্বাক্ষর

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

দেশের বিভিন্ন প্রান্তে রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট লক্ষ্য করা যাচ্ছে: জামায়াত আমির