ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

‘প্রসেনজিৎ শিয়াল, যীশু গাধা’

‘প্রসেনজিৎ শিয়াল, যীশু গাধা’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতের একটি টেলিভিশন টকশোতে অতিথি হয়ে এসেছিলেন রচনা ব্যানার্জি। অনেকদিনের পুরোনো সেই টকশো এখন ভাইরাল। তাতে দেখা যায়, সহশিল্পীদের নিয়ে মজা করে নানা মন্তব্য করেছিলেন রচনা ব্যানার্জি।

সেই টকশো-এ রচনাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল, গাধা এবং মুরগি কে ও কেন? জবাবে অভিনেত্রী বলেন, শিয়াল তো প্রসেনজিৎ চ্যাটার্জি। বুদ্ধিমান যাকে বলে একদম। আমাদের নায়ক। ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন। জানেন কোনখানে, কীভাবে বুদ্ধি রেখে চলতে হয়, শিয়াল পন্ডিত। রচনা ব্যানার্জি বলেন, ‘আর যীশু সেনগুপ্ত গাধা। তুমিও ওকে চেনো আমিও ওকে চিনি। কারণ ও আজ যে জায়গায় পৌঁছেছে সেটা ও অনেক আগে পৌঁছাতে পারত। এত বছর ধরে যদি গাধামি না করত আগেই পৌঁছাত।’ রচনা জানান, শাশ্বত নিজে হলেন মুরগি। যদিও সেটা শুনে অভিনেতা বলেন, তিনি ব্রয়লার মুরগি হতে চান না।

আরও পড়ুন

সেটা শুনেই অভিনেত্রী বলে ওঠেন, ‘শাশ্বত মুরগি। দেশি মুরগি যারা হয় তারা ভালোভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই। দেশি হলে তার ওই স্বাদ কী আছে এবং তার ওই স্বাদ কত মানুষ উপভোগ করে। সেটা তুমি ভালো করে বোঝো বলে এখনও পশ্চিমবঙ্গে আছ, মুম্বাই যাওনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

পাবনার চাটমোহরে পাট আবাদে ফিরেছে চাষিরা

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে চট্টগ্রামে মাসব্যাপি ’উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ 

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও  সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত