ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে আরও ৪ ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে আরও ৪ ভিসা প্রতারক গ্রেফতারপ্রতীকী ছবি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে ৪ ভিসা প্রতারককে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গত মঙ্গলবার রাতে বাড়ি মধুপুর ফুলবাড়ি চৌরাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নিমার্ণাধীন বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বাড়ি মধুপুর ফুলবাড়ি চৌরাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নিমার্ণাধীন বিল্ডিয়ে কয়েকজন প্রতারক পরস্পর যোগসাজশে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ব্যবহার করে কানাডিয়ান নকল ভিসার আবেদন, নকল পাসর্পোট, চাকুরীর নকল নিয়োগ-যোগদানপত্র ও বিদেশগমনের সংশ্লিষ্ট কাগজপত্র দেয়ার নামে প্রতারণা মূলক ভাবে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসী ও বাংলাদেশীসহ অন্যান্যদের নিকট প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে ৪ প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল সৈয়দপুর উপজেলার কামারপুর ইউনিয়নের তেল পাম্প সংলগ্ন মৃত ফিরোজুল ইসলামের ছেলে রাফি হোসেন রিপন (১৯), উপজেলার সিট রাজিব মাঠের বাজার গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মুন্না ইসলাম মিতু (১৯), উত্তর দুরাকুটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), বাড়ি মধুপুর কুঠিয়াল পাড়ার মহুবারের ছেলে আইনুল (২৪)।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম চার ভিসা প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা

৯ তারিখ শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে : সাদিক কায়েম

আবারও সংঘর্ষে জড়িয়েছেন চবি শিক্ষার্থী ও স্থানীয়রা

তিন গোল বাতিল, তবুও জয় রিয়ালের 

ইউক্রেনে সাবেক স্পিকারকে গুলি করে হত্যা