ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ময়মনসিংহে মাটিকাটায় বাধ দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে মাটিকাটায় বাধ দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাটিকাটা নিয়ে দ্বন্দ্বে মেহেদী হাসান রাকিব (২৫) নামে যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

গত সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নে ত্রিমোহনী পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রাকিব নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামের মজিবর রহমানের ছেলে। 

নিহতের বাবা মজিবুর রহমান বলেন, ‘‘একই ইউনিয়নের সাদুয়া গ্রামের ইয়াসিন, মোফাজ্জল, জিয়া যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আমার ছেলে রাকিবও যুবদলকর্মী। দেড় মাস আগে মাটিকাটা নিয়ে ইয়াসিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় রাকিবের। ইয়াসিন গ্রুপ জোর করে মাটি নিতে চাইলে বাধা দেয় রাকিব। এর জের ধরে ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সোমবার রাত ১০টার দিকে রাকিবকে ধরে ত্রিমোহনী বাজারের পল্টন মোড়ে মোন্তাজ মাওলানার দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করে। এ সময় ইয়াসিন গ্রুপের গুলিতে সাবিদ (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়। সাবিদ ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’’ 

আরও পড়ুন

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

আ.লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায়: রিজভী

স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিদর্শন শেষে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান | Daily Karatoa

বিগত ৫৩ বছরের মতো নির্বাচন হলে স্বৈরাচার আসবে: সৈয়দ রেজাউল করিম | Daily Karatoa

কেমন হল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? | Dhaka University | Daily Karatoa