ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ০১:৪৪ দুপুর

অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা

অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা, ছবি: প্রতিকী ।

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে ছিল ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত। পরের ২৮ মিনিটে বার্সেলোনা যা করেছে, তা অবিশ্বাস্য। ৭৮ মিনিটের মধ্যেই ব্যবধান সমান করে ফেলা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ৪-২ ব্যবধানে। এই মেট্রোপলিটানোয় অ্যাতলেটিকো মাদ্রিদ আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে, ব্যবধান মাত্র ৪ দিনের। হুলিয়ান আলভারেজের পেনাল্টি গোল বাতিলকাণ্ডের রেশও এখনও কাটেনি, দুই দলই জড়িয়েছে কথার লড়াইয়ে। চারদিন পর বার্সা-অ্যাতলেটিকোর লা লিগার ম্যাচে সেই রিয়ালই ছিল স্বাগতিকদের বড় সমর্থক। কারণ বার্সেলোনা হারলে টেবিলের শীর্ষস্থানটা তাদের দখলেই থাকত, মানে এখন আর নেই। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা তা দখলে নিয়েছে। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০, ২৮ ম্যাচে অ্যাতলেটিকো ৫৬ পয়েন্ট নিয়ে আছে তিনে।

মেট্রোপলিটানোয় প্রথমার্ধে বার্সা সহজ সহজ একাধিক সুযোগ মিস করে। কিন্তু অ্যাতলেটিকো বড় কোনো ভুল করেনি, ৪৫ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে লিড নিয়ে নেয় তারা। গ্রিজম্যানের বাঁকানো শটে ডানপ্রান্তে বল রিসিভ করে ডি বক্সের ভেতর হুলিয়ান আলভারাজকে দেন জিউলিয়ানো সিমিওনে। শরীরের ভারসাম্য ধরে পা ছুঁয়ে জালের দেখা আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী। ৭০ মিনিটে একই কায়দায় দ্বিতীয় গোলটি করেন আলেজান্ডার সরলথ। এরপর পুরো আলোটাই কেড়ে নেয় ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা। 

আরও পড়ুন

৭২ মিনিটে শুরুটা করেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। রাফিনহার উড়িয়ে মারা শটে হেড করে ব্যবধান সমতায় আনেন ফেরান তোরেস। যোগ করা সময়ের ২ মিনিটে লামিন ইয়ামালের শট রেইনিলদো মানদাভার গায়ে লেগে দিক পরিবর্তন করে দূরের কোণা দিয়ে জালে ঢুকে। যোগ করা সময়ের ৮ মিনিটে শেষ পেরেকটি টুকেন তোরেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকায় জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে তানিয়া

নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে : যুক্তরাষ্ট্র

‘ব্রাজিলের বিপক্ষে ফাইনালে করা গোল, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত’

ইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ১২

সাভারের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড , দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা