ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরার ফাহাদের বাবা, দ্রুত রায় কার্যকর চেয়েছেন

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরার ফাহাদের বাবা, দ্রুত রায় কার্যকর চেয়েছেন, ছবি: সংগৃহীত।

হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ে সন্তুষ্ট। এখন সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর দেখতে চাই।’রোববার (১৬ মার্চ) রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। 

এর আগে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামিরই সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। রায়ে  ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত।দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী,সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবজির খোসা ছাড়ানোর কাজ সহজ করার উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয়েছেন জাহানারা

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ব্রোথেলের গল্প থেকে তানিয়ার তানিস বাংলাদেশ

সোনারগাঁয়ে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা

মারা গেছেন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ