ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

নিউজ ডেস্ক:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে  অবৈধ ভাবে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।


এর আগে বৃহস্পতিবার রাতে আতশবাজিগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় চালক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়।

আরও পড়ুন

এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এদিকে গত ১২ মার্চ ভোরে জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছে বিজিবি। ওই ঘটনায়ও বিজিবি কাউকে আটক করতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

পতিত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তারেক রহমান

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান