ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০৯:৪০ রাত

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক ঃ আজ থেকে ২৭ বছর আগে মুক্তি পেয়েছিল সাড়া জাগানো সিনেমা ‘টাইটানিক’। এ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের রসায়ণ এখনও দর্শকের চোখে লেগে আছে। বিশেষ করে তাদের রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্যগুলো এখনও আলোচনা সমালোচনার খোরাক জোগায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্যের কথা ভেবে এখনও তিনি আতঙ্কিত হন, যে দৃশ্য ভক্তরা তাকে কখনও ভুলতে দেয় না। টাইটানিকের পর কেটের অসাধারণ ক্যারিয়ার তৈরি হয়েছিল। উদারহরন দেওয়ার মতো আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। তবু টাইটানিকই বছরের পর বছর ধরে তাকে চিনিয়ে দেওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন সবাই। আর ভক্তরাও সেটা লুফে নিয়েছেন।

১৯৯৭ সালের এই ব্লকবাস্টার সিনেমায় রোজ ডেউইট বুকাটার চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেত্রী বলেছেন, তার নগ্ন দৃশ্যটি সিনেমাটি মুক্তির অনেক পরেও ভক্তদের কাছে আকৃষ্ট ছিল। এমনকি ১৭ বছর পরেও ভক্তরা অটোগ্রেিফর আশায় সেই স্কেচটি নিয়েই তার কাছে গিয়েছিল। কিন্তু বিব্রত উইন্সলেট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এখন আর এ সিনেমার অংশ হতে চান না। তিনি বলেন, ‘লোকেরা আমাকে (ছবিতে) পপ্রয়শই স্বাক্ষর করতে বলে। কিন্তু আমি সেই দৃশ্য দেখে কাউকেই অটোগ্রাফ দিতে স্বাচ্ছন্দবোধ্য করি না। এটা খুব অস্বস্তিকর বিষয় আমার জন্য।’

আরও পড়ুন

টাইটানিক সিনেমায়, জ্যাক প্রেমিকা রোজকে হার্ট অফ দ্য ওশান নেকলেস ছাড়া আর কিছুই পরে স্কেচ করে দিয়েছিলেন। কিন্তু কালো-সাদা নগ্ন দৃশ্যটিই সিনেমার সবচেয়ে আইকনিক ভিজ্যুয়ালগুলির মধ্যে একটি হয়ে ওঠে। উইন্সলেটের জন্য, এটি একটি অপ্রত্যাশিত বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, এই একটি যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাইছিলাম। আমি চাইনি যে এটি এমন একটি দৃশ্য হোক যা আমি ২৭ বছর পরেও দেখতে পাব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র ৭টি বাতিল, গৃহীত ১২টি

বগুড়ায় আগুনে সর্বশান্ত অটোরিকশা চালক, শিশু সহ দগ্ধ ২

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বগুড়ার ধুনটে মসজিদের ওয়াজ মাহফিলে ১৪৪ ধারা জারি

বগুড়ার সারিয়াকান্দিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

নওগাঁর পোরশা সীমান্তে দু’টি ভারতীয় মহিষসহ যুবক আটক