ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভারত চাইলেই নো বল আর ওয়াইড থাকবে না : অ্যান্ডি রবার্টস

ভারত চাইলেই নো বল আর ওয়াইড থাকবে না : অ্যান্ডি রবার্টস

নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেট যে ভারতের নিয়ন্ত্রণে সেটা বুঝার অপেক্ষা রাখেনা। তবে এমন নগ্ন হস্তক্ষেপে মেনে নেয়টা ক্রিকেট বোদ্ধাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে। ক্রমেই এর বিরূদ্ধে কথা বলতে শোনা যায় অনেককে। ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে সর্বশেষ তারা ক্ষমতা দেখিয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতের কারণেই হাইব্রিড মডেলে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। এতে তাদের বিরুদ্ধে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। এসব নিয়ে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যান্ডি রবার্টস।


দুইবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেসার রবার্টস বলেছেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার। ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা। ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে, সেটি তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কীভাবে ভ্রমণ না করে পারে।’


রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ছিল ভারত। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুতরাং ভারতকে কোনো ভ্রমণ করতে হচ্ছে না। অন্য ভেন্যু নিয়ে ভাবতে হয়নি। দুবাইয়ের কন্ডিশনকে কেন্দ্র করেই তারা স্কোয়াড তৈরি করেছে বলে অভিযোগ করেছেন নাসের হুসেইন, মাইক আথারটন থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।

আরও পড়ুন

আইসিসি ভারতের কথার বাইরে যেতে পারে না- ইঙ্গিত করে ভারতীয় পত্রিকা ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে ৭৪ বছর বয়সী রবার্টস আরও বলেন, ‘আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, নো বল আর ওয়াইড থাকার দরকার নেই; আমি বলছি, আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: মার্কিন সিনেটর স্যান্ডার্স

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে একজন নিহত

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন