ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রোজা রেখে অ্যাসিস্ট, ইফতারের পর গোল করে রেকর্ড ইয়ামালের

রোজা রেখে অ্যাসিস্ট, ইফতারের পর গোল করে রেকর্ড ইয়ামালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে আসেন লামিন ইয়ামাল। এরপর থেকে তার খেলায় মুগ্ধ ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে প্রথমে গোল করালেন, এরপর করলেন জাদুকরি এক গোল, যাতে আপনি চাইলে লিওনেল মেসির ছায়াও খুঁজে নিতেই পারেন। তাতেই উঠে গেলেন রেকর্ডের পাতায়। তবে তার এ কীর্তির মূল্য আরও বেড়ে যায় তার শারীরিক অবস্থার কথা মাথায় রাখলে। আজ রোজা রেখেই মাঠে নেমেছিলেন। ইফতারের ঠিক আগে পড়ে অ্যাসিস্ট আর গোল করে গড়েছেন এমন রেকর্ড।

বার্সেলোনা নিজেদের মাঠে মুখোমুখি হয়েছে বেনফিকার। এক গোলের লিড আগে থেকেই ছিল। আজ ম্যাচের ১১ মিনিটে তিনি রাফিনিয়াকে দিয়ে করান গোলটা। বার্সেলোনা সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যায় ২-০ গোলে। কাতালুনিয়ায় আজ ম্যাচটা শুরু হয়েছে শেষ বিকেলে। মাগরিবের সময় হয় ম্যাচের মাঝেই। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের ১৫ মিনিটে। ব্রেক দেওয়া হলো তার একটু আগে। শুধু পানি খেয়ে রোজাটা ভাঙলেন। তবে লামিন যেন তার জাদুর পুরোটা তুলে রেখেছিলেন তার পরের মুহূর্তের জন্য। রাফিনিয়ার ওই গোলের পর বেনফিকা নিকলাস অতামেন্দির গোলে সমতা ফিরিয়েছিল। বার্সেলোনাকে আবারও এগিয়ে দিলেন ওই ইয়ামালই, আগের বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার নামভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। 

বক্সের বাইরে থেকে আগুনে এক শট করে বসলেন। গেল ইউরোয় যেমনটা করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। এবারও ফলটা একই রকম। পুরো রক্ষণ তো বটেই, গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে ফাঁকি দিয়ে বলটা গিয়ে আছড়ে পড়ল জালে। তাতেই রেকর্ডটা গড়ে ফেললেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। রেকর্ডটা এখন তার দখলে, তিনি যা গড়লেন আজ ১৭ বছর ২৪১ দিন বয়সে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ; আহত ১৫

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে লাউহাটি বাজারের  ২১ দোকান পুড়ে ছাই

দিনাজপুরের বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভোগান্তিতে রোগী ও স্বজনরা

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে আরও ৪ ভিসা প্রতারক গ্রেফতার

ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত