ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

সংগৃহীত,দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : হায়দ্রাবাদের হাবসিগুড়ায় দুই সন্তানকে হত্যার পর এক দম্পতি আত্মহত্যা করেছেন। সোমবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আর্থিক ও স্বাস্থ্যগত সমস্যার কারণে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ জানায়, ৪৪ বছর বয়সি এক ব্যক্তি এবং তার ৩৫ বছর বয়সি স্ত্রীর মরদেহ আলাদা ঘরে পাওয়া গেছে। আর তাদের নাবালক সন্তানদের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক এন রাজেন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, ‌‘রাত সাড়ে ৯টার দিকে হাবসিগুড়া এলাকার রবীন্দ্রনগর কলোনিতে ওই দম্পতির বাড়িতে এই ঘটনা ঘটে। প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং তদন্ত শুরু করি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি তাদের সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেন।’

আরও পড়ুন

পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে লেখা ছিল তিনি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।
 
পুলিশ কর্মকর্তা জানান, পরিবারটি মূলত মাহবুবনগর জেলার কালওয়াকুর্তি ব্লকের মুকুরাল্লা গ্রামের বাসিন্দা। এক বছর আগে তারা হাবসিগুড়ায় চলে আসেন। ওই ব্যক্তি আগে একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কাজ করতেন কিন্তু গত ছয় মাস ধরে বেকার ছিলেন।
 
সুইসাইড নোটে, লোকটি তার ক্যারিয়ার এবং অসুস্থতার জন্য গভীর দুশ্চিন্তার কথা উল্লেখ করেছেন।
 
তেলেগু ভাষায় ওই নোটে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জীবন শেষ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আমার ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছি এবং শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাচ্ছি। আমি ডায়াবেটিস, স্নায়ুজনিত সমস্যা এবং কিডনি রোগের সঙ্গে লড়াই করছি।’
 
মরদেহের ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন