ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির চেষ্টা; আটক ১

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির চেষ্টা; আটক ১

নিউজ ডেস্ক:  কক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তারেকুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই মার্কিন নারীর স্বামী জাতিসংঘের একটি সংস্থায় কক্সবাজার কার্যালয়ে কর্মরত, তিনি স্বামীর কর্মসূত্রে কক্সবাজারে থাকছেন। সোমবার সকাল ৮টার দিকে ওই নারী শহরের সার্কিট হাউস সড়কে হাঁটতে বের হন। এ সময় অভিযুক্ত তারেকুল ইসলাম তাকে অনুসরণ করেন এবং কাছে গিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালান। একপর্যায়ে তিনি জোর করে ওই নারীকে জড়িয়ে ধরেন। এরপর ওই নারী চিৎকার করলে তারেকুল পালিয়ে যান।

পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টা পর বিকেল ৫ টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন


কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেকুল মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


তিনি আরও জানান, তারেকুল ইসলাম ২০২২ সালের ১২ নভেম্বর এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। কিছু মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টি জাতীয় বেইমান : জয়নুল আবদিন ফারুক 

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ১২ কারখানায় ছুটি

আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব : প্রধান উপদেষ্টা

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, কালই শেষ হচ্ছে আবেদনের সময়

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা