ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ র‌্যাব-১৪ এর সহযোগিতায় দুই মাস পর গতকাল শনিবার অপহৃত এক স্কুল ছাত্রীকে (১৪) উদ্ধারসহ মামলার প্রধান আসামি মোমিনকে (২১) গ্রেফতার করেছে। পুলিশ জানান, উপজেলার তালোড়ার এক স্কুল ছাত্রীকে (১৪) স্কুলে যাওয়া আসার পথে দেবখন্ড চকশোলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোমিন প্রায় উত্যক্ত করতো।

ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে মোমিন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৬ জানুয়ারি বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীর বাড়ির সামনে থেকে মোমিন কয়েকজন সঙ্গীর সহযোগিতায় জোর পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় ওই ছাত্রীকে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিয়মিত গ্রহণের জন্য নথিপত্র থানায় প্রেরণ করেন।

গতকাল শনিবার বিকাল সোয়া বিকাল ৫টায় র‌্যাব-১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলা সদর থানার বিসিক এলাকায় ভাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি মোমিনকে গ্রেফতারসহ তার হেফাজত থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আজ রোববার (৯ মার্চ) ওই শিক্ষার্থীকে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য আদালতে ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামি মোমিনকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার