বগুড়ায় আড়াই লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৫শ’ টাকা মূল্যমানের ২ লাখ ৪৪ হাজার টাকার জালনোটসহ রাসেল মন্ডল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, গতকাল শুক্রবার ডিবি পুলিশ বগুড়ার একটি অভিযানিক দল গোপন সংবাদেরভিত্তিতে দুঁপচাচিয়া থানার পশ্চিম আলোহালী পাড়া গ্রামে জনৈক মুনসুর রহমানের বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে বনতেঁতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে রাসেল মন্ডলকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ৫শ’ টাকা মূল্যমানের ৪৮৮টি জাল নোট উদ্ধার করে। উদ্ধারকৃত ৪৮৮টি জাল নোটের মূল্য ২ লাখ ৪৪ হাজার টাকা।
আরও পড়ুনরাসেল মন্ডলের বিরুদ্ধে আদালতে ১৪টি মামলা বিচারাধীন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত জাল টাকার কারবারি রাসেল মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন