এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গতকাল রাতে কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা ধর্ষক কিশোরকে ধরে পুলিশ সোপর্দ করে। ভিকটিমের চাচার হোটেলে কাজ করার সুবাদে বাড়িতে যাতায়াত ছিল ছেলেটির। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তের বয়স ১৩ হওয়ায় তাকে শিশু আইনে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ, ২০২৫, ০৫:৫৪ বিকাল
সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর আটক
_original_1741434813.jpg)
সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর আটক
ফরিদপুরে সাড়ে ৪ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই শিশুকে সাইকেলে করে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করে পুলিশে দেয়।
গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, সাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য করুন