ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

যশোরে কৃষক দলের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নিহত কৃষক দলের নেতা তরিকুল ইসলাম

যশোরের অভয়নগরে উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২২ মে ) সন্ধ্যায় ধোপাদি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। তিনি পৌর কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে সালিসে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিস চলাকালে গোলযোগ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।

আরও পড়ুন

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী