ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রংপুরে যুবককে অপহরণ করে সমকামিতার ভিডিও ধারণ অভিযোগে, গ্রেফতার ৪

রংপুরে যুবককে অপহরণ করে সমকামিতার ভিডিও ধারণ অভিযোগে, গ্রেফতার ৪

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে এক যুবককে জোরপূর্বক অপহরণ করে সমকামিতার ভিডিও করার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। গ্রেফতার ব্যক্তিরা হলো- শুভ (১৮), নাইম (১৯), মো. জিহাদ (১৮) ও মো. কাদের (১৮)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের একটি দল ধাপ রংপুর পৌরবাজার এলাকা থেকে এক তরুণকে অপহরণ করে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয়। এরপর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে তারা। ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা আদায় করে।

মুক্তিপণের পুরো টাকা না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেয়। এ সময় মুক্তিপণের বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা।  ভুক্তভোগী ছাড়া পাওয়ার পর দ্রুত স্থানীয় থানায় ও সেনাক্যাম্পে এ বিষয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন

অভিযোগের প্রেক্ষিতে ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহল দল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ পরিচালনা করে রংপুরের জুম্মাপাড়া জলকর সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার করে।

পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার